ধর্নায় বসলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি

avijit ganguly

লোকসভা ভোটের ষষ্টদফায় তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্নায় বসলেন ময়না এলাকায়। জানা গিয়েছে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সেখানে গিয়ে ধর্নায় বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সূত্র মারফৎ জানা গিয়েছে, তমলুকের ময়নার বৃন্দাবনচকে বাড়ি বিজেপি কনভেনার গৌতম গুরুর।  শনিবার সকালে লোকসভা ভোট  দিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে যান। তৃণমূলের তরফে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকেই ঘরছাড়া গৌতম গুরু। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। শনিবার সকালে ভোট দিয়ে তাঁর শ্যালক তাঁকে বাড়ির মোড়ে পৌঁছে দিয়ে যান। তারপর থেকেই ঘর ছাড়া ওই বিজেপি নেতা। অভিযোগ 

   

আরও জানা গিয়েছে ভোটের দিন দুপুর থেকে ওই নিখোঁজ বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে রাজ্য পুলিশ। এই খবর পেয়ে সেখানে পোঁছান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পুলিশের ওসির সঙ্গে কথা বলেন। কেন বাড়ি ঘিরে রাখা হয়েছে? মহিলা পুলিশ কেন আনা হয়েছে? এসব প্রশ্ন করেন বিজেপি প্রার্থী। পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিখোঁজের পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছেন।ময়নার ঘটনায় তৃণমূল বা পুলিশ প্রশাসনের তরফে কারও বক্তব্য পাওয়া যায়নি। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন