Arpita Mukherjee: কোটি কোটি টাকা কার শুনেই মুখ নামালেন পার্থর বান্ধবী অর্পিতা

partha arpita

প্রায় দশ মাস ধরে সংশোধনাগারে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘদিন পর জামিনের শুনানির জন্য সোমবার সশরীরে আনা হল তাঁকে আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী-মডেল অর্পিতাকে। এর আগে অর্পিতাকে গত বছরের অগস্ট মাসে আদালতে হাজিরা দিতে সশরীরে নিয়ে আসা হয়। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে তাঁকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়।

Advertisements

আদালতে প্রবেশ করতেই সাংবাদিকরা প্রশ্ন করেন যে তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি কার। তবে এই প্রশ্ন শুনে অর্পিতা চুপ ছিলেন। তিনি কোন দিকে না তাকিয়েই ভিতরে চলে যান। এর আগে আদালত চত্বরে তিনি বার বার দাবি করে এসেছেন যে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তিনি মন্তব্য করেছিলেন যে ফাঁসানো হয়েছে।

সোমবার ২৯ মের আগে ১৮ মার্চ অর্পিতাকে ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয়েছিল।

Advertisements

গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে। এরপর তাকে গ্রেফতার করা হয়। ততালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও গ্রেফতার হন।