পুজো অনুদানের টাকা নিয়ে ক্ষোভ দেখালেন অর্জুন সিং

Arjun singh

দুর্গাপুজো কমিটিগুলি যাতে নির্বিঘ্নে পুজোর আয়োজন করতে পারে, তার জন্য অনুদান দিচ্ছে রাজ্য সরকার। বিগত বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়। এ বছর অনুদানের পরিমাণ আরও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর পুজোয় ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

সেই টাকা সব ক্লাব ঠিকভাবে পাচ্ছে না বলে, কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শুক্রবার ব্যারাকপুরের সুকান্ত সদনে পুলিশ কমিশনারেটের এক অনুষ্ঠানে নিজেই সেই কথা জানালেন তৃণমূল নেতা। পুজোর আগে গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিধায়ক তাপস রায়, রাজ চক্রবর্তী, পুলিশ কমিশনার অলোক রাজোড়িয়া, জেলাশাসক শরদকুমার দ্বিবেদীও সেখানে উপস্থিত ছিলেন।

   

সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই পুজোর অনুদান প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা সাংসদ অর্জুন সিং। পুলিশ কমিশনারের উদ্দেশে বললেন, “একটা সমস্যা দেখছি, রোজই আমাদের কাছে আসছে। বলছে, তাদের পুজো অনেক পুরনো, কিন্তু তারা মুখ্যমন্ত্রীর অনুদান পাচ্ছে না। পুলিশ কমিশনারকে আমার অনুরোধ, প্রতিটি থানা এলাকায় এই বিষয়টি দেখার জন্য। এখানে এই সমস্যা হচ্ছে। কারা কাকে ফেভার করছে, আমি জানি না। কিন্তু প্রায় রোজই আমার কাছে ফোন আসছে।”

ব্যারাকপুরের সাংসদের বক্তব্য, মুখ্যমন্ত্রী অনুদানের জন্য যে গাইডলাইন স্থির করে দিয়েছেন, সেই গাইডলাইন মেনেই কাজ হওয়া প্রয়োজন।উল্লেখ্য, দুর্গাপুজোর এই অনুদান অবশ্য সব পুজো কমিটি পায় না। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে তমলুকের এক দুর্গাপুজো সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন, শুধুমাত্র যে পুজো কমিটিগুলি রেজিস্টার্ড, সেগুলিই দুর্গাপুজোর জন্য আর্থিক অনুদান পেয়ে থাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন