HomeWest BengalKolkata CityLoksabha election 2024: বড়মার মন্দিরে পুজো দিলেন অর্জুন, খোল বাজিয়ে দোল খেললেন...

Loksabha election 2024: বড়মার মন্দিরে পুজো দিলেন অর্জুন, খোল বাজিয়ে দোল খেললেন পার্থ

- Advertisement -

ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বাগযুদ্ধে বিধস্ত এই লোকসভা কেন্দ্র। ঘাসফুল ছেড়ে বিজেপিতে ফিরতেই আবার তাঁর পুরোনো দলের নামে বিভিন্ন অভিযোগ শোনা গেল অর্জুন সিংহের গলায়। সোমবার সকালে তিনি প্রথমে যান নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে তারপর সেইখান থেকে বেরিয়ে চলে আসেন গৌরীপুর হনুমান মন্দিরে। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাসফুলের বিরুদ্ধে অজস্র অভিযোগ তুলে ধরেন।

তিনি গৌরীপুর জুটমিল প্রসঙ্গে বলেন, ” এরা চক্রান্ত করে জুটমিলের জমি বেচে দেওয়ার ধান্দায় আছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে জুটমিল খোলার ব্যাপারে। ” আবার অন্যদিকে দোলের সকালে প্রতিবছরের ন্যায় এইবছরও বসন্ত উৎসবে পা মেলালেন পার্থ ভৌমিক। তিনি দাবি করেন, ” ভোটের ফলাফল প্রকাশ হলে অর্জুন চোখে সর্ষেফুল দেখবে।”

   

অর্জুন আবার দাবি করেন , ” এক লাখের বেশী ভোটে জিতব।” অন্যদিকে খোশমেজাজে দোল যাত্রায় পা মেলালেন পার্থ ভৌমিক। এখনও ব্যারাকপুর কেন্দ্রে ভোট হতে প্রায় দু’মাস দেরী আর তার অনেক আগে থেকেই বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular