Loksabha election 2024 : ভোটের আবহে ‘গুরু’ প্রণাম অর্জুনের, দিলে রাখলেন জয়ী হওয়ার হুঁশিয়ারি

arjun

ভোটের বাদ্যি বাজতেই ব্যারাকপুরে জমজমাট প্রচার শুরু হয়ে গিয়েছে। একদা ‘বন্ধু’ পার্থর বিরুদ্ধে প্রার্থী বাহুবলী অর্জুন। ইতিমধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ব্যারাকপুর জুড়ে। দেওয়াল লিখন থেকে সমাজ মাধ্যমে জোরদার টক্কর দিতে প্রস্তুত দুই পক্ষ। তবে এই আবহে সোমবার রাতের দিকে তৎকালীন দাপুটে সাংসদ তড়িৎ তড়িৎবরণ তোপদারের বাড়িতে গেলেন বাহুবলী অর্জুন সিং। নিলেন তাঁর আশীর্বাদ। জয়ের ব্যাপারেও দিলেন রাখলেন আগাম আশ্বাস।

দোলের দিনে সন্ধেবেলা তিনি উপস্থিত হন প্রাক্তন সাংসদ তড়িৎ তড়িৎবরণ তোপদারের নোনাচন্দন পুকুরের বাসভবনে। বেশ কিছুক্ষণ থাকেন । বেরিয়ে এসে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন , ” ওঁর আশীর্বাদ ছাড়া বারাকপুরে কিছুই হয় না। আশীর্বাদ আমি আগেও নিতে এসেছিলাম। এবারও এলাম।”

   

প্রসঙ্গত এর কিছুদিন আগে পার্থ ভৌমিক এসেছিলেন তড়িৎ তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করতে। তিনিও তাঁর থেকে আশীর্বাদ নিয়ে ফিরেছেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বিধানসভার বিধায়ক। তিনিও তাঁর জয়ের ব্যাপারে শুরু থেকেই বড় আশাবাদী।

কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই দুই প্রতিদ্বন্দ্বী একসময়ে এই তড়িৎ বাবুর থেকে এই দুই ‘বন্ধু’ একটা সময় অনেক কিছুই শিখেছে এবং এখন শিখছে। আর দুজনেই তাঁদের জয়ের বিষয়ে নিশ্চিত কিন্তু জিতবে তো একজন! তড়িৎ বাবুর আশীর্বাদ কার সঙ্গে আছে সেটা হয়ত সময়ই বলবে কিন্তু দুই বন্ধুর যুদ্ধ দেখতে প্রস্তুত ব্যারাকপুর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন