HomeWest BengalKolkata Cityকালীপুজোর আগেই রাজনীতির ময়দানে স্বমহিমায় ফিরলেন দিদির 'কেষ্টা'

কালীপুজোর আগেই রাজনীতির ময়দানে স্বমহিমায় ফিরলেন দিদির ‘কেষ্টা’

- Advertisement -

পুজোর আগেই তিহাড় থেকে মুক্তি পেয়েছে বীরভূমের বেতাজ বাদশা অনব্রত মণ্ডল৷ এরপরই জেলায় তৃণমূলের পার্টি অফিসে দেখা গিয়েছে কেষ্ট মন্ডলকে (Anubrata Mondal)৷  তবে কালীপুজোর আগেই রাজনীতির ময়দানে নামবেন তিনি, এমনই দলের অন্দর থেকে শোনা যাচ্ছিল৷ তবে অতদিন অপেক্ষা করতে হবে না আর কাউকে৷ তার আগেই রাজনীতির ময়দানে নেমে পরেছেন অনুব্রত মন্ডল(Anubrata Mondal)৷

দুর্গা পুজোয় শেষ হতেই বীরভূমের ‘বাঘ’ অ্যাকশনে মুডে চলে এসেছেন বলে এমনটাই খবর সূত্রের৷ ২০২২ সালে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন অনুব্রত (Anubrata Mondal)। প্রথমে সিবিআই, পরে ইডি-র জালে ধরা পড়েন তিনি। এর বিজয়া সম্মিলনী থেকেই শুরু হচ্ছে কর্মসূচি।বিরতির পর আবার রাজনীতির ময়দানে নামতে প্রস্তুত অনুব্রত(Anubrata Mondal)। আগামিকাল, বৃহস্পতিবার মুরারইতে শুরু হচ্ছে তাঁর সেই পথ চলা তৃণমূলের অন্দরে তেমনই খবর শোনা যাচ্ছে।
এই পরিপ্রেক্ষিতেই অনুব্রত ফিরছেন রাজনৈতিক মঞ্চে। কতটা আদৌ স্বমহিমায় ফিরতে পারবেন অনুব্রত? প্রশ্ন তো থাকছেই।

   

যদিও এতদিন ধরে রাজনৈতিক কর্মসূচিতে না থাকলেও জেল থেকে ফেরার পর দলীয় কার্যালয়ে বৈঠক কার্যালয়ে গিয়ে বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার একেবারে অ্যাকশন মুডে ফিরতে চলেছেন তিনি৷ (Anubrata Mondal)। এক বৈঠকেই তিনি জানিয়েছিলেন, কালীপুজোর পর জেলা ঘুরে দেখবেন অনুব্রত। তার আগেই মঞ্চে দেখা যাবে কেষ্ট মণ্ডলকে(Anubrata Mondal)।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular