CBI-এর হাত থেকে রেহাই কি পাবেন কেষ্ট

CBI-এর হাত থেকে রেহাই কি পাবেন কেষ্ট? বৃহস্পতিবার সকালে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) রক্ষা কবচ দেওয়া হবে কী না তার শুনানি আছে। বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই (CBI) তাঁকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠায়। গতকাল বুধবার হাই কোর্টে মামলা দায়ের করেন অনুব্রত। তিনি জানিয়েছেন, তদন্তে সবরকম সাহায্য করতে রাজি। কিন্তু তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যাতে না নেওয়া হয়। এই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।

   

ভোট-পরবর্তী অশান্তির মামলায় এর আগেও অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তবে অসুস্থ থাকায় সেবার সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে পারেননি অনুব্রত। নিজের আইনজীবী মারফত সিবিআইকে এমনটাই জানিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি। এদিকে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তিনি বলে দাবি বিশিষ্ট মহল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল সকাল ১০.৩০ এ শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি মান্থা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন