HomeWest BengalKolkata Cityপার্সেলের মোড়কে পোস্ট অফিসে মাদক পাচারের অভিযোগ

পার্সেলের মোড়কে পোস্ট অফিসে মাদক পাচারের অভিযোগ

- Advertisement -

 

এবার কিনা পার্সেলের মোড়কে পোস্ট অফিসে মাদক পাচারের অভিযোগ । ঘটনাটি ঘটেছে ট্যাংরায় (Tyangra)।

   

ইতিমধ্যে এই ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফের হাতে ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকার মাদক। পুলিশের দাবি, রেভ পার্টিতে মাদক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। ধৃতরা হল মহম্মদ জুনেইদ ওরফে বাবা এবং ফইজ আলম।

পুলিশের দাবি, গোয়া থেকে ক্যুরিয়ারের মাধ্যমে আনা হয়েছিল বিপুল নিষিদ্ধ মাদক। সন্দেহ এড়াতে পোস্ট অফিসে ডেলিভারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এঁদের কাছ থেকে ০.৫৪ গ্রাম লাইসারজিক অ্যাসিড ডায়াথিলমাইড অর্থাৎ এলএসডি (৩০ ডোজ) পাওয়া গিয়েছে। যার দাম বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে সূত্রের খবর। এহেন ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular