NRS: এনআরএস চিকিৎসদের মারধর, গ্রেফতার একাধিক

Physically Assault of NRS Hospital Doctors

মধ্যরাতে তুলকালাম কাণ্ড এনআরএস হাসপাতালে (NRS Hospital) । ইন্টার্ন ডাক্তারদের মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এই নিয়ে মঙ্গলবার গভীর রাতে এন্টালি থানায় লিখিত অভিযোগও জানান এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের এক মহিলা ইন্টার্ন ডাক্তার।

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। ওই জুনিয়র ডাক্তারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল।

   

জানা যাচ্ছে, হাসপাতালের ওই জুনিয়র ডাক্তাররা গতকাল মধ্যরাতে এনআরএস হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়েই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা। এরপর কথা কাটাকাটি থেকে তা ক্রমেই তপ্ত পরিস্থিতির আকার নেয়। তখন ওই শ্রমিকরা হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ জুনিয়ার ডাক্তারদের।

ঘটনার কথা রাতেই পৌঁছে যায় এন্টালি থানায়। সঙ্গে সঙ্গে এন্টালি থানার পুলিশকর্মীরা দ্রুত পৌঁছে যান এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পুলিশকর্মীরা। রাতেই একজনকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশের কাছে এক মহিলা ইন্টার্ন চিকিৎসক লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ওই নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের তিন জন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ওই তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন