Weather: আবহাওয়ার চরম পরিবর্তন, আর কত দিন বৃষ্টি!

Weather: আবহাওয়ার রুপবদল। বেশ কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল তারই প্রভাব পড়েছে গোটা রাজ্যে জুড়ে। এই নিম্নচাপের কারণে শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গতকাল বৃষ্টি দেখা গিয়েছে। অবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ অনেকটাই বাড়বে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা সহ পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। জারি হয়েছে সতর্কতা। এরসঙ্গেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টিপাত বর্তায়মান থাকবে। ৮ ও ৯ সেপ্টেম্বর থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি কারণে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামবে।

   

উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল। বেশ কিছুদিন পর কাল রাত থেকে বৃষ্টিতে ভিজেছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন