Weather: জেলায়-জেলায় আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস

Rain siligui

সকাল থেকেই কলকাতা থেকে জেলা, আকাশের মুখ ভার, অর্থাৎ মেঘলা আকাশ সর্বত্র। কয়কটি জায়গাই ছিঁটেফো*টা বৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর বলছে, বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান ঘূর্ণাবর্ত।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার জলপাইগুড়ি জেলায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হবে ভারী বৃষ্টি। আগামিকালও থাকছে ভারি বৃষ্টির কমলা সতর্কতা। ফলে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি জেলায় আগামিকাল হবে ভারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে শনিবার কমবে বৃষ্টি।

   

হাওয়া মোরগ সূত্রে খবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমতে পারে। বীরভূম,মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। তবে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বলেই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন