Weather: শ্রাবণে বৃষ্টির ভরসা সাগরের নিম্নচাপ

সকাল মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ভারী বৃষ্টির পূর্বভাস নেই এখনই। আজই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে মনে করছেন…

Mumbai Rain Updates

সকাল মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ভারী বৃষ্টির পূর্বভাস নেই এখনই। আজই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

Advertisements

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তরে অন্ধ্র এবং দক্ষিণে ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা থেকে বৃহস্পতিবারে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ছত্তিশগড়ের দক্ষিণে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত।