স্কুলের ট্যাঙ্কে জলের পরিবর্তে বেরিয়ে আসছে মদ! আজব কাণ্ড আরামবাগে

Uluberia Incident Prompts State to Revamp School Transport Safety Measures
Uluberia Incident Prompts State to Revamp School Transport Safety Measures

স্কুলে জলের ট্যাঙ্ক বেয়ে জলের পরিবর্তে মদ বেরিয়ে আসছে! এমনই এক আজব কাণ্ড ঘটল আরামবাগের এক প্রাথমিক স্কুলে। শুধু তাই নয়, সেই জল মিশ্রিত মদ পান করল স্কুলের খুদেরা। এখানেই শেষ নয়, স্কুলে জল মিশ্রিত মদ খাওয়ার এক আলাদাই অনুভূতি পেয়েছে খুদেরা। গত সপ্তাহের শেষে, খুদেদের মুখে মদ মদ গন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। সেই গন্ধের সূত্র ধরে পাওয়া যায় যে ওই স্কুলের জলের ট্যাঙ্কে কেউ একটা মদের বোতল ফেলে গিয়েছিল, সেই থেকেই এই ঘটনা ঘটেছিল।

একেবারে নতুনভাবে ধরা দেবে দিঘার সমুদ্র সৈকত! বেনজির উদ্যোগ প্রসাশনের

   

আরামবাগের মুথাডাঙা চক্রের একটি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একতলা স্কুলভবনের ছাদের ট্যাঙ্কের ঢাকনা খোলা হয়। সেখান থেকে অর্ধেক মদ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়। ঘটনার জেরে গ্রামে শোরগোল পড়ে। স্কুলে মিডডে মিলও বন্ধ হয়ে যায়।শিক্ষকেরা মনে করছেন, কেউ মদ খেয়ে ট্যাঙ্কে বোতল ফেলে দিয়েছেন, তা থেকে চুঁইয়ে মদ বেরিয়ে জলে মিশেছে। প্রধান শিক্ষক সংবাদমাধ্যমকে বলেন, “বিষয়টি স্কুলের গ্রাম শিক্ষা কমিটি, অভিভাবক এবং স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলেই মিডডে মিল আপাতত বন্ধ।” গ্রাম শিক্ষা কমিটির তরফে বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

মন খারাপ মিষ্টিপ্রেমীদের, বন্ধের পথে পুরনো কলকাতার ঐতিহ্যশালী এই মিষ্টির দোকান

তবে অভিভাবকদের একাংশের অভিযোগ, স্কুলের নির্দিষ্ট কোনও সীমানা নেই। শুধু তাই নয়, আগে একাধিকবার স্কুল চত্বরে খালি মদের বোতল পাওয়া গিয়েছে। স্কুলের তরফে জানা গিয়েছে যে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯১। চার জন শিক্ষক এবং এক জন পার্শ্বশিক্ষক আছেন। সকাল সাড়ে ৬টা থেকে স্কুল শুরু হয়। তবে কী করে এই ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে স্কুল কমিটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন