Flight: মাঝ আকাশে মৃত্যু যাত্রীর, কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

কলকাতা: মাঝ আকাশে এক হৃদয়বিদারক ঘটনা। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে (Flight) চলাকালীনই মৃত্যু হল এক মহিলা যাত্রীর। ভ্যাঙ্কুভার থেকে দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে জরুরি…

High Alert at Airports Across India: BCAS Issues Advisory to All Stakeholders Amid Security Threat

কলকাতা: মাঝ আকাশে এক হৃদয়বিদারক ঘটনা। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে (Flight) চলাকালীনই মৃত্যু হল এক মহিলা যাত্রীর। ভ্যাঙ্কুভার থেকে দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হল বিমানটি। বিমানের ভেতর আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন ৫৪ বছর বয়সী রাজবীর কৌর ভিন্দর নামের ওই মহিলা যাত্রী।

Advertisements

ঘটনার বিস্তারিত অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এআই-১৮৬ (AI-186) নম্বর ফ্লাইটটি (Flight) কানাডার ভ্যাঙ্কুভার থেকে কলকাতা হয়ে দিল্লি যাচ্ছিল। উড়ানের সময় কলকাতা বিমানবন্দরে নির্ধারিত ছিল জ্বালানি ভরার বিরতি। সেই অনুযায়ী বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং পুনরায় দিল্লির উদ্দেশ্যে উড়ে যায়।

Advertisements

তবে কলকাতা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে (Flight) ঘটে বিপত্তি। বিমানের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিলা যাত্রী। আচমকা অজ্ঞান হয়ে যান তিনি। দ্রুত তার পাশে থাকা যাত্রীরা এবং কেবিন ক্রুরা বিষয়টি বুঝতে পারেন।

এয়ার ইন্ডিয়ার ক্রু সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলটকে জানান। বিমানচালক দ্রুত কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও দ্রুত ব্যবস্থা নেয়। খুব অল্প সময়ের মধ্যে বিমানটিকে ফের কলকাতা বিমানবন্দরে নামানো হয়।

বিমান অবতরণের পরপরই মহিলা যাত্রীকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের কাছের ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে দেখে সঙ্গে সঙ্গে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার নাম রাজবীর কৌর ভিন্দর, বয়স ৫৪ বছর। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মহিলার মৃত্যুর কারণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে হৃদরোগ বা অন্য কোনও আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানকর্মীরা এবং ক্রুরা যাত্রীটির চিকিৎসার জন্য যথাসম্ভব দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। যাত্রীর অবস্থা সংকটজনক দেখে বিমান দ্রুত ফিরিয়ে এনে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনার জেরে বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই বিষয়টি জানার পর শোকপ্রকাশ করেন।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পরিবারের সদস্যদেরও বিমান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাঝ আকাশে যাত্রী অসুস্থতা এবং জরুরি অবতরণের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এই ঘটনায় ফের একবার বিমানে যাত্রী সুরক্ষা এবং জরুরি পরিষেবার গুরুত্ব সামনে এল।