Madan Mitra: কাঁধে ফ্র্যাকচার, সংকট না কাটলে মদন মিত্রের অপারেশন হবে না

Madan Mitra

সংকট আরও বাড়ল কি প্রাক্তন মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা (Madan Mitra) মদন মিত্রের? SSKM হাসপাতালের CCU বেড থেকে পড়ে জখম হয়েছেন তিনি। ভেঙেছেন কাঁধের হাড়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনি। এর মাঝে আরও বিপদ। মদন মিত্র সংকটজনক। এমনই বলছেন চিকিৎসকরা।

Advertisements

চিকিৎসকরা জানিয়েছেন, তৃণমূল বিধায়কের কাঁধের হাড় ভেঙেছে। তবে অপারেশন করার মতো শারীরিক পরিস্থিতি নয়। এতেই বাড়ছে উদ্বেগ। চিকিৎসকরা বলছেন, তিনি আপাতত স্থিতিশীল। তবে সংকট কাটেনি।যার জেরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি।

   

সোমবার থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি মদন মিত্র। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় মদন মিত্রর। শরীরে অক্সিজেনের মাত্র এতটাই কমে যায় যে জ্ঞান হারান মদন মিত্র। তাকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানেই বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছে তাকে। এসএসকেএম সূত্রে খবর, রাতে বাইপ্যাপ দেওয়ার পর আপাতত তিনি স্থিতিশীল। সিসিইউ-তে বেড থেকে পড়ে যান তিনি। আঘাত লেগে মদন মিত্রের কাঁধে ফ্র্যাকচার হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements