Bangladesh: শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত দুর্গা মণ্ডপে মাস্ক পরেই ঢুকতে হবে

নিউজ ডেস্ক: করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করেই দুর্গা মণ্ডপ দর্শনার্থীদের জন্য নিয়ম জারি করল বাংলাদেশ (Bangladesh) সরকার। মন্দিরে বা মণ্ডপে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে।…

Bangladesh Durga puja

নিউজ ডেস্ক: করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করেই দুর্গা মণ্ডপ দর্শনার্থীদের জন্য নিয়ম জারি করল বাংলাদেশ (Bangladesh) সরকার। মন্দিরে বা মণ্ডপে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে।

Advertisements

রবিবার বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব দুর্গাপূজার সময় বিভিন্ন সরকারি নিয়ম জারি করা হয়েছে। সভায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।

Advertisements

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নিয়েছে, আজান ও নামাজের সময় মসজিদের কাছের পূজামণ্ডপগুলোতে সংযতভাবে পূজাঅর্চনা ও বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুর্গা মণ্ডপের আশেপাশে মেলা বসানো যাবে না।

দুর্গাপূজা অনুষ্ঠান সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জানানো হয়, চলতি বছর ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসব উপলক্ষে বাংলাদেশের সর্বত্র পুলিশ বাহিনী তৎপর। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূজা চলাকালীন সময় পুলিশি টহল জোরদার থাকবে। কোনওরকম সন্দেহজনক অপতৎপরতা চোখে পড়লে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে পুলিশ।

মন্দিরে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষেত্র বিশেষে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। থার্মাল স্ক্যানার থাকবে, কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে পূজামণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে আরাধনা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।