SSC থেকে শিক্ষা! মমতার বার্তা, দলীয় প্যাডে চাকরি জন্য অনুরোধ নয়

এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) বর্তমানে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে শাসক দল। এই ঘটনার পর পরেই বেশ কিছু বিধায়কদের লেটারপ্যাডে চাকরি প্রার্থীদের সুপারিশ ও নামের তালিকা হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। এই নিয়েই এবার দলীয় বিধায়কদের কড়া হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisements

বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বলেন, ‘দলীয় প্যাডে চাকরি জন্য অনুরোধ নয়। কোনও বিধায়ক চাকরির জন্য আবেদন জানিয়ে মিনিস্টার প্যাডে চিঠি দেবেন না। কেন বলছি বলুন তো! আমি শুনেছি বরকতদা যখন মিনিস্টার ছিলেন, যে একটা চিরকুটে একটা চিঠি লিখেছিলেন, যে এটা পাঠিয়ে দাও। নামটা বললাম না। তাতে এটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল।’

   

এদিন তিনি আরও বলেন, ‘মুখে কথা বলুন। ফোনেও সব বলবেন না। হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ থেকেও সব তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবির লোকেরা বিজেপি। হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা তুলে নিচ্ছে। ফেস টাইমে কথা বলবেন। তাও ফেস টাইমে কম কথা বলবেন। দরকারি কথা থাকলে সামনাসামনি গিয়ে বলবেন। বিধানসভায় যারা বিধায়ক রয়েছেন, তাঁরা বিধানসভায় তো দেখা পান।’ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements