Loksabha election 2024: নিজের গড় বাঁচাতে সিপিএমের উত্তরীয় পড়লেন অধীর, হাত ধরলেন সেলিমের

adhir and selim

রাজনীতির আঙিনায় এই চিত্র যেন বিরল। একসঙ্গে হাঁটলেন অধীর রঞ্জন চৌধুরী এবং মহম্মদ সেলিম। শুধু তাই নয় অধীর রঞ্জন চৌধুরী গলায় পড়লেন সিপিএমের উত্তরীয়। হাতে হাত রাখলেন মহম্মদ সেলিমের। এই চিত্র বাংলার রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মহম্মদ সেলিম। বহরমপুরের বুকে মিছিল করে শক্তিপ্রদর্শন করলেন বাম-কংগ্রেস নেতা কর্মীরা। তাতে সবার সামনের সারিতে ছিলেন অধীর-সেলিম।

Advertisements

অধীরের গলায় শোভা পেল কাস্তে হাতুড়ি তারা চিহ্নের উত্তরীয়। তবে মহদ্দম সেলিমের গলায় এইদিন কোনও উত্তরীয় ছিল। ছিল না কংগ্রেসের কোনও প্রতীক। বৃহস্পতিবার একসঙ্গে হাতে হাত রেখে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিএমের রাজ্য সম্পাদক। ওই মনোনয়নের মিছিলেই অধীরকে লাল রঙে রাঙিয়ে দিলেন সেলিমরা। ভোট ঘোষণার পর থেকে এই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেল।

   
Advertisements

আগামী ৭ মে সেলিমের কেন্দ্রে ভোট। অধীরের কেন্দ্রে ভোট ১৩ মে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী আরও দু’তিন দিন পরে মনোনয়ন জমা দেবেন। সেদিন সেলিমেরও থাকার কথা আছে। তবে সিপিএমে এবং কংগ্রেসের এই হাতে হাত ধরে চলা কী ভাল চোখে দেখবে বাংলা ? নাকি শুধুমাত্র নিজের গড় বাঁচানোর জন্য এমন করলেন অধীর? সেই উত্তর হয়ত ৪জুনের পর জানা যাবে।