Abhishek Banerjee: বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাকে জেলে ভরা উচিত, মন্তব্য অভিষেকের

লোকসভা ভোট শুরুর আগের দিন ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইলেক্টোরাল বন্ড ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা করেন…

Nadda-Abhishek

লোকসভা ভোট শুরুর আগের দিন ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইলেক্টোরাল বন্ড ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, আফগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। বলা হচ্ছে ১০০ কোটির দুর্নীতি হয়েছে। ওই ১০০ কোটির মধ্যে ৫৫ কোটি তো নির্বাচনী বন্ড হিসেবে বিজেপির পকেটে গিয়েছে। তাই বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে গ্রেফতার করা উচিত।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী থেকে শুরু করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মেজাজ হারানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই প্রসঙ্গ প্রশ্ন করা হলে অভিষেক সাংবাদিকদের বলেন, হতাশা থেকে ওই রকম করছেন ওনারা। আসলে পশ্চিমবঙ্গে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সেই কারণেই হতাশা থেকে এমন বহিঃপ্রকাশ। লোকসভা ভোটে তৃণমূল খুব ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেন অভিষেক।

প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচন সাত দফায় হচ্ছে। প্রথম দফায়, শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র ভোট হবে সেদিন। ২০১৯ সালে উত্তরবঙ্গের ওই তিন কেন্দ্র-সহ এর মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল এনডিএ জোট। লোকসভার পাশাপাশি শুক্রবার অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে।

আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ভোট ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটাররা বাড়ি থেকেই ভোট দিতে পারছেন। তাঁদের বুথে যাওয়ার প্রয়োজন নেই। তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয়ে পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্যান্য ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে।