HomeEntertainmentটালিগঞ্জে তৃণমূলের ‘দাদাগিরি’ নিয়ে সরব অপর্ণা সেন

টালিগঞ্জে তৃণমূলের ‘দাদাগিরি’ নিয়ে সরব অপর্ণা সেন

- Advertisement -

সিনে দুনিয়ায় শাসকের চোখ রাঙানির অভিযোগ। এ নিয়ে নানা সময়ে বিতর্ক হয়েছে। এবার টালিগঞ্জে তৃণমূলের দাদাগিরি (Threat Culture in Tollygunge) নিয়ে সরব অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। তাঁর নিশানায় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। যিনি তৃণমূলের সদস্য এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।

এই স্বরূপ বিশ্বাস নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অপর্ণা সেন। পরিচালকদের সংগঠনের তথ্যের ভিত্তিতে অভিনেত্রীর বক্তব্য,

   

‘চিঠিগুলি পড়লাম।
আমার কয়েকটি প্রশ্ন আছে।
প্রথম প্রশ্ন, শ্রী স্বরূপ বিশ্বাস কি সিনেমা তথা টেলিভিশন ইন্ডাস্ট্রির কোনও টেকনিশিয়ান? যদি না হন, তাহলে শুধুমাত্র তৃণমূলের সদস্য হওয়ার সুবাদে কেমন করে তিনি এই ইন্ডাস্ট্রির ফেডারেশনের সভাপতি পদে বহাল থাকতে পারেন?
শুনলাম তাঁর নাকি সহকারী পরিচালকের কার্ড আছে। কিন্তু আমি যতদূর জানি, অন্তত দুটি ছবিতে অবসার্ভারের কাজ না করলে সহকারী পরিচালকের কার্ড পাওয়া যায় না।

দ্বিতীয় প্রশ্ন, তিনি যে দুটি ছবিতে অবসার্ভার ছিলেন, সেই দুটি ছবির নাম কী?
তৃতীয় প্রশ্ন, সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার পর থেকে তিনি আজ পর্যন্ত ক’টি ছবিতে কাজ করেছেন, এবং ছবিগুলির নাম কী?
শুনেছি সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার ১৩ মাসের মধ্যে কোনও ছবিতে সহকারী পদে কাজ না করলে, সহকারী কার্ডটি খারিজ হয়ে যায়। একথা যদি সত্যি হয়, এবং উনি যদি ১৩ নাসের মধ্যে কোনও ছবিতে কাজ না করে থাকেন, ওঁর কার্ড কি খারিজ করা হয়েছে?
এই ইন্ডাস্ট্রির সর্বাধিক বয়্যেজেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ডের কাছে নিশ্চয়ই এই ক’টি প্রশ্নের উত্তর আশা করতে পারি?
কাউকে কোনও দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়। যে প্রশ্নগুলি আমার মনে এসেছে, আমি তার সদুত্তর চাইছি মাত্র।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular