HomeWest BengalKolkata City'ঢাকি সমেত বিসর্জন', ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ

‘ঢাকি সমেত বিসর্জন’, ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে ২০১১ সালে। আর ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিযুক্ত হয়েছিলেন ৪২ হাজার ৫০০ জন শিক্ষক। এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

- Advertisement -

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ সেই পথেই হাঁটলেন। ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন (Abhijit Gnguly) বিচারপতি।

বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে এরা সকলেই অপ্রশিক্ষিত। আগামী চার মাস তারা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন প্যারা টিচার হিসাবে।

   

রাজ্যকে এই তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া  শেষ করতে হবে। যাদের চাকরি বাতিল হয়েছে তারা প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে রাজ্য সরকার প্রবল বিড়ম্বনায়। অভিযোগ ছিল,কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্রে চাকরি করছেন।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে ২০১১ সালে। আর ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিযুক্ত হয়েছিলেন ৪২ হাজার ৫০০ জন শিক্ষক। এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়নি বলে  বিচারপতির কাছে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন একাধিক অভিযোগকারী। এর পরেই বিচারপতি বলেছিলেন ‘ঢাকি সমেত বিসর্জন দেব’। বিচারপতির নির্দেশে ৩৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। বাকি ৬ হাজার ৫০০ জনের চাকরি বহাল থাকছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular