Abhishek Banerjee: ব্রিগেডে বাম জন সুনামি, পৈলানে অভিষেকের মেগা সমাবেশ

বেশকিছুদিন বড়সড় কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এর মধ্যেই গত সপ্তাহে তৃণমূলের নবীন-প্রবীণ সংঘাত সামনে চলে এসেছে। দলের প্রবীণদের নিশানা করতেও…

abhishek-banerjee-to-meet-dumdum-barrackpore-tmc-leaders-on-monday-to-strategize-for-2026-assembly-polls

বেশকিছুদিন বড়সড় কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এর মধ্যেই গত সপ্তাহে তৃণমূলের নবীন-প্রবীণ সংঘাত সামনে চলে এসেছে। দলের প্রবীণদের নিশানা করতেও দেখা গেছে দলের কয়েকজন নেতাকে।এই পরিস্থিতিতে আজ ডায়মন্ডহারবার কেন্দ্রের পৈলানে তার মেগা সভা পৈলান যুব সংঘের মাঠে। অনেক আগেই ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ফর্ম পূরণেরও উদ্যোগ নিয়েছিলেন।

Advertisements

রবিবার ডায়মন্ডহারবার কেন্দ্রের বয়স্ক মানুষদের সাধ্যমত বার্ধক্যভাতা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট ৭০ হাজার মানুষকে সাহায্যের কথা বলেছিলেন অভিষেক। তবে আবেদন জমা পড়ে এক লক্ষেরও বেশি।

Advertisements

নতুন বছর নিজের লোকসভা কেন্দ্রে এটাই তার প্রথম সভা। সাংসদ হিসেবে শনিবার তার ১০ বছর পূর্ণ করলেন অভিষেক। সূত্রের খবর আগামিকাল ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন ডায়মন্ডহারবারের সাংসদ। ২০১৯ সালে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে ভোটে জিতেছিলেন তিনি। তবে এবার সেই ব্যবধধান বেড়ে ৪ লাখ হবে বলে তিনি দাবি করেছেন। ফলে আগামিকাল পৈলানের সভা থেকে তিনি কী ঘোষণা করেন সেটাই এখন দেখার।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ডায়মন্ডহারবার লোকসভায় যে ৭টি বিধানসভা, পৌরসভার ও মিউনিসিপ্যালিটি রয়েছে সেই সকল এলাকায় ৬০ বছরের বেশি বয়সের মানুষদের হাতে বার্ধক্যভাতার চেক তুলে দেওয়া হবে। যারা দুয়ারে সরকার শিবিরে আবেদন জানিয়েছিলেন তাদের হাতে ১০০০ টাকার চেক তুলে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর ১০ নভেম্বর ডায়মন্ডহারবার কেন্দ্রের বয়স্ক মানুষদের বার্ধক্যভাতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের আমি কথা দিচ্ছি, ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লক্ষ সক্রিয় কর্মী রয়েছেন। তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ডায়মন্ডহারবার কেন্দ্রে ৭০ হাজার মহিলা যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন নতুন বছরে আর্থিক সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াব। কথা রাখলেন যুবরাজ।