Loksabha election 2024: ঘাটাল মাষ্টার প্ল্যান দিয়েই ঘাটাল বাজিমাত করার চেষ্টা দুই ‘নেতার’

ghatal

দেবকে পাশে নিয়ে প্রথমে পথযাত্রা তারপরে পথ সভা, রবিবারের শেষবেলায় ছক্কা হাঁকালেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্য দিনের তুলনায় খুব বেশী বক্তব্য না রাখলেও তিনি কেন্দ্রীয় সরকারকে বিঁধতে ছাড়েননি। রবিবারের শেষলগ্নে তৃণমূলের দুই ‘নেতা’ একে অন্যকে ছাপিয়ে যাওয়ার প্রবল চেষ্টা করলেও অবশেষে জয়ী হলো অজস্র জনগণের উচ্ছ্বাস এবং গর্জন।

Advertisements

রবিবার দেবের সমর্থনে প্রচারে ঘাটালে রোড-শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে। সভা শেষে অভিষেক যখন বক্তব্য রাখছিলেন তখন তাঁর পাশে গুড বয় হয়ে দাঁড়িয়ে রইলেন দেব, মাঝেমধ্যে হাসলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে গলা ফাটালেন। বললেন, ” ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার নিজেদের টাকা দিয়ে এই ঘাটাল মাষ্টার প্ল্যান শেষ করবে।” তাঁর সব বক্তব্যের সবচেয়ে জরুরী কথা এটাই। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনার কথা তাঁর মুখে এদিনও শোনা গেল। প্রবল জোড়ে জয় বাংলা স্লোগান দিয়ে তিনি সভা শেষ করলেন তবে এইদিনের সবচেয়ে বড় পাওয়া দুই নেতাকে পাশাপাশি।

   
Advertisements

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার হাইভোল্টেজ ভোট৷ নায়ক ভার্সেস নায়ক৷ দেবের বিপরীতে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার লোকসভা নির্বাচবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে ঘাটাল৷