HomeWest BengalKolkata CityAbhishek Banerjee: শুভেন্দুকে তৃ়ণমূল সরকার ভাঙার চেষ্টা করতে বললেন অভিষেক

Abhishek Banerjee: শুভেন্দুকে তৃ়ণমূল সরকার ভাঙার চেষ্টা করতে বললেন অভিষেক

- Advertisement -

আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার রাজ্যে বিধানসভার ফল ঘোষণার পর এই প্রথম প্রতিক্রিয়া দিলেন অভিষেক। জয়ী দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, পরাজিতদের নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সাংসদ। ভোট প্রসঙ্গে অভিষেক বলেন, যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁরা নিজেদের ভুলত্রুটি গুলো পর্যালোচনা করুন। আগামী দিনে যেন এই ভুল না ঘটে। তাঁরাও মানুষের স্বার্থে গঠনমূলক ভাবে কাজ করতে পারেন আমি অনুরোধ করব। জিতেছেন তাঁদের শুভেচ্ছা।

জোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইন্ডিয়ার ভবিষত মানুষ ঠিক করবে। যাঁরা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে আমি মনে করি তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। এই রাজনীতি চিরস্থায়ী হয় না। এদর রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা।

   

দলকে নিয়ে তার মন্তব্য, তৃণমূলের ভিতরে যে কেউ ব্যক্তিগত মতামত দিতে চান দিতে পারেন। শুধু দল বলে নয়, যে কোনও জায়গায় আমি মনে করি উর্ধ্বসীমা থাকা দরকার। যে পরিশ্রম একজন পঞ্চাশ বছরের মানুষ বা চল্লিশ বছরের মানুষ করতে পারেন সেটা কোনও দিন আমার বয়স বেড়ে গেলে করতে পারব না। সেই দৃষ্টিভঙ্গি থেকে কুণাল ঘোষ বলতে পারেন। তবে প্রবীণদেরও অত্যন্ত প্রয়োজন। তাঁদের অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অভিষেক বলেন, শুভেন্দু ইঙ্গিত করতে চাইছেন সরকার ভেঙে দেবে। উনি চেষ্টা করুন। মানুষ জবাব দেবে। এর আগেও বলেছেন সরকার ২১-২২-২৩ এ পড়ে যাবে। আসলে লোকসভা ভোটের আগেই এই সব বলে বাজার গরম করতে চাইছেন। পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরে কী হাল হয়েছে দেখেছেন। যে নিজের গড় বাঁচাতে পারে না সে সরকার ভাঙবে কী করবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular