বড়দিনের পর ১০ হাজার বিএলএ নিয়ে অভিষেকের মেগা বৈঠক

South 24 Parganas: The Starting Point for Election Campaign, Abhishek Explains
South 24 Parganas: The Starting Point for Election Campaign, Abhishek Explains

কলকাতা: বড়দিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে নতুন করে গতি আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ে, সেই লক্ষ্যে এবার সরাসরি নেতৃত্বে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২৬ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রায় ১০ হাজার বুথ লেভেল এজেন্ট (BLA)-কে নিয়ে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করতে চলেছেন তিনি।

Advertisements

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা সংশোধনের কাজে তৃণমূল স্তরে কতটা অগ্রগতি হয়েছে, তার বাস্তব চিত্র তুলে ধরা এবং কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যজুড়ে বিএলএ-দের মাধ্যমে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেই কাজ কতটা সঠিকভাবে হচ্ছে, তা খতিয়ে দেখতেই অভিষেকের এই ‘মেগা রিভিউ মিটিং’।

   

প্রসঙ্গত, এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই দাবি করে আসছে, কোনও প্রশাসনিক ত্রুটি বা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে একজনও বৈধ নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। সেই বার্তা আরও জোরালো করতে সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের সমস্ত বিএলএ-দের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভায় তিনি স্পষ্ট নির্দেশ দেন, ভোটার তালিকা সংশোধনের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই দলের প্রধান কর্তব্য।

মমতার সেই নির্দেশিকা কার্যকর করতে এবার দায়িত্ব আরও সুসংহতভাবে কাঁধে তুলে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, ২৬ ডিসেম্বরের বৈঠকে তিনি শুধু দিকনির্দেশ দেবেন না, বরং বিগত কয়েকদিনে বিএলএ-দের কাজের বিস্তারিত রিপোর্টও পর্যালোচনা করবেন। বিশেষ করে এসআইআর শুনানি পর্বে সাধারণ মানুষকে কীভাবে সহায়তা করা হচ্ছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হবে।

তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই দলের কাছে কিছু জেলা থেকে অভিযোগ এসেছে যে, কয়েকটি জায়গায় বিএলএ-দের একাংশ প্রত্যাশিত সক্রিয়তা দেখাচ্ছেন না। কোথাও আবার ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সমস্ত বিষয়গুলিকেই চিহ্নিত করে প্রয়োজনে কড়া বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলের এক প্রবীণ নেতার মতে, নেতাজি ইনডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছিলেন, কলকাতা ও পার্শ্ববর্তী প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রের বিএলএ-দের কাজ তিনি নিজে তদারকি করছেন। রাজ্যের বাকি অংশের দায়িত্ব তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই বড়দিনের পর এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন।

এই ভার্চুয়াল বৈঠকে বিএলএ-দের পাশাপাশি দলের জেলা, ব্লক ও বুথ স্তরের সাংগঠনিক পদাধিকারীরাও উপস্থিত থাকবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্ভুল ভোটার তালিকা তৈরিকে তৃণমূল কংগ্রেস ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই দেখছে। অতীতে ভোটার তালিকায় ভুলের কারণে বহু যোগ্য নাগরিকের নাম বাদ পড়েছিল, যা নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগাম সতর্ক দলীয় নেতৃত্ব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements