অমর্ত্যকে SIR শুনানির নোটিস! অভিযোগ অভিষেকের

abhishek-banerjee-alleges-amartya-sen-sir-notice

কলকাতা: বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় (Amartya Sen)সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বিস্ফোরক অভিযোগ তুললেন। সোমবার রামপুরহাটের বিনোদপুরে বিশাল জনসভা থেকে তিনি জানান, ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠানো হয়েছে।

অভিষেকের কথায়, “যাঁর জন্য গোটা বিশ্ব ভারতকে চেনে, বিশ্ববন্দিত সেই বীরভূমের ভূমিপুত্র অমর্ত্য সেনকে এরা নোটিস পাঠাচ্ছে। এটা বাংলার অপমান।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামিকেও একই নোটিস দেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি ‘বাংলার মানুষের সঙ্গে অপমান’ বলে চিহ্নিত করে জানান, এর জবাব ভোটবাক্সেই দেওয়া হবে।

   

BCCI সঙ্গে আলোচনা নয়, বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য ঝুলছে শাহ পুত্রের হাতে!

অভিষেকের এই অভিযোগ এসআইআর-নিয়ে চলমান রাজনৈতিক ঝড়কে আরও তীব্র করে তুলেছে। তিনি মঞ্চ থেকে বলেন, “যারা এসআইআরের নামে বাংলাকে অপমান করেছে, বাংলার গর্বকে অপমান করেছে, তাদের বাংলার ম্যাপ থেকে আনম্যাপ করতে হবে।” তাঁর এই কথায় হাজার হাজার সমর্থকের করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাঠ।

অমর্ত্য সেন বীরভূমের শান্তিনিকেতনের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হিসেবে তাঁর অবদান অসীম। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া এই মহান চিন্তাবিদকে নোটিস পাঠানোর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা রাজ্যের মানুষের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

একইভাবে মহম্মদ শামি, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের গর্ব, তাঁকেও নোটিস দেওয়ার অভিযোগ এসআইআর প্রক্রিয়াকে আরও বিতর্কিত করে তুলেছে।তৃণমূলের দাবি, এসআইআর-এর নামে পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তৃণমূল সমর্থকদের টার্গেট করা হচ্ছে।

অভিষেক বলেন, “এটা শুধু ভোটার তালিকা শুদ্ধিকরণ নয়, এটা বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র।” তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে দূর-দূরান্তের শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে। এতে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই অপমানের জবাব ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দেওয়ার ডাক দিয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন