Abhijit Gangopadhyay: ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।  রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকে ইস্তফাপত্র লেখার পর হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র দেন…

 কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।  রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকে ইস্তফাপত্র লেখার পর হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র দেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

Advertisements

আজ দুপুর ২টোয় কলকাতার সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে রাজনীতির জগতে পা রাখার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন তিনি।

Advertisements

সক্রিয় রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিয়ে রবিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, “পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে রাজনৈতিক মাঠে প্রবেশের চ্যালেঞ্জ জানানোর জন্য।” যদিও তিনি এখনও আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার রাজনৈতিক সংশ্লিষ্টতা বা ইচ্ছা নিশ্চিত করেননি।