জালিয়াতরা ছাড়ল না অভিষেককেও! নম্বর জাল করে বড়সড় প্রতারণা

Centre Admits Bengal Received No Allocation for 100-Day Work, Acknowledges Deprivation in Response to Abhishek Banerjee
Centre Admits Bengal Received No Allocation for 100-Day Work, Acknowledges Deprivation in Response to Abhishek Banerjee

এবার জালিয়াতদের খপ্পরে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মোবাইল নাম্বার ক্লোন করে বড়সড় প্রতারণার ফাঁদ পেতেছিল জালিয়াতরা! কিন্তু শেষ মুহূর্তে সামান্য সন্দেহের কারণেই পুরো প্ল্যান ভেস্তে যায়!

সূত্রের খবর, রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান এর কাছে, গত ৭ ই জুন একটি ফোন আসে! নিজেকে অভিষেক ব্যানার্জি পরিচয় দিয়ে ফোনের ওপারে থাকা ব্যক্তি বলেন, সোফিয়া চক্রবর্তী নামে এক ভদ্রমহিলার জমি সংক্রান্ত কিছু জটিলতা আছে যা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে হবে!

   

এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই ভাইস চেয়ারম্যানের সন্দেহ হয় যে এই গলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়! কাল বিলম্ব না করে তাই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত দে কে ফোন করেন! তারপরেই অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়!

সোহমের ‘মারধর’ বিতর্কের পরই জনপ্রতিনিধিদের বার্তা অভিষেকের! কী লিখলেন?

এর পরপরই তদন্তে নামে কলকাতা পুলিশ এবং সাইবার সেল! খোঁজ পাওয়া যায় যে এই ফোন এসেছিল দিল্লি থেকে! এরপর কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দিল্লি থেকে এক রূপান্তরকামী সহ দুজনকে গ্রেফতার করেছে। তদন্ত নেমে জানা গিয়েছে এই সোফিয়া আদতে শুভজিৎ! সে তার বন্ধু আইটি সেক্টরে কর্মরত অভিষেক চৌধুরীকে দিয়ে এই নাম্বারটি ক্লোন করিয়ে ফোন করিয়েছিল!

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে নাম্বারটি ক্লোন করা হয়েছিল সেটা অভিষেক ব্যানার্জীর ব্যক্তিগত মোবাইল নাম্বার নয়। ধৃতদের কলকাতায় এনে আদালতে হাজির করানোর পর, পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক!

লোকসভার সাংসদদের বেতন কত, কী কী সুযোগ-সুবিধা?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন