Home West Bengal Kolkata City Aadhaar: ভোটের আগে ‘নিষ্ক্রিয় আধার’ সংক্রান্ত মামলায় কেন্দ্রের হলফনামা তলব

Aadhaar: ভোটের আগে ‘নিষ্ক্রিয় আধার’ সংক্রান্ত মামলায় কেন্দ্রের হলফনামা তলব

আধার কার্ড (Aadhaar) নিয়ে এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে।অভিযোগ, বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়।সেই মামলাতেই এবার কেন্দ্রের কাছে জবাব তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। হাইকোর্টে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক হাজারের উপর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। কেন এভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলাটি করেছে, জয়েন্ট ফোরাম আগেন্সট এনআরসি অ্যান্ড এএনআর। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

Advertisements

কলকাতা হাইকোর্টে মামলা করে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রচুর আধার কার্ড অচল করে দেওয়া হচ্ছে। প্রায় হাজারের উপর আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করা হয়েছে।

   

মামলায় অভিযোগ করা হয়েছে, কেন্দ্র থেকে এই আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে এটা আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে না, এটা আসলে কোনও ভুল না ‘এরর’। মামলাকারীর আর্জি, যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক। উল্লেখ করা হয়েছে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে একটি চিঠি পাঠানো হলেও সমস্যার সমাধান হয়নি।

কেন্দ্রের তরফে এই মামলায় সলিসিটর জেনারেল দাবি করেছেন, এই মামলার আদতে কোনও গুরুত্ব নেই। যারা বিদেশের নাগরিক তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। দু পক্ষের বক্তব্য শুনেই কেন্দ্রের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ এপ্রিল। এই সময়ের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিতে হবে।

Advertisements