HomeWest BengalKolkata CityLoksabha election 2024: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম, বিতর্কে পুলিশ আধিকারিক

Loksabha election 2024: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম, বিতর্কে পুলিশ আধিকারিক

- Advertisement -

ভোটের মুখে আবার বিতর্ক দানা বাঁধল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁর প্রচারের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক, ভিডিওতে দেখা গিয়েছে এক পুলিশ আধিকারিক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন। যদিও তিনি পুলিশের পোশাকে ছিলেন না। আর এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক কড়চা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ তমলুক শহরে তমলুক জেলখানা সংলগ্ন এলাকায় বাড়ি প্রচার ও জনসংযোগ করছিলেন প্রাক্তন বিচারপতি তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ । সেই সময় তাঁকে এক পুলিশ আধিকারিক প্রণাম করেন ও বাড়িতে নিয়ে যান। সূত্র মারফত জানা গিয়েছে, তিনি তমলুক পুলিশ টেলিকম স্টেশন ইন্সপেক্টর অব্দদেশ কুমার সিং।

   

এই পুলিশ আধিকারিক একটি বাংলা সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ” আমি ওইদিন ছুটিতে বাড়িতে ছিলাম। ” তিনি আরও জানান যে, ” অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর মাকে প্রণাম করেন তাই তাঁর পাল্টা আমিও করি।” যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তৃণমূল নির্বাচন কমিশনে জানিয়েছেন আবার অন্যদিকে বিষয়টিকে ‘ বাঙালির কৃষ্টি সংস্কৃতি’ বলে ব্যাখ্যা করেছে বিজেপি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular