Death minor girl : ধর্ষণ করে খুনের অভিযোগ, চিলেকোঠা থেকে উদ্ধার হলো মৃতদেহ

Death in Maynaguri

এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ওই নাবালিকা মেয়েটি একটি বাড়িতে পরিচালিকার কাজ করতে এসেছিল। সোমবার থেকে এই নাবালিকার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বুধবার রাতে যে বাড়িতে মেয়েটি কাজ করতে গিয়েছিল সেই বাড়ির চিলেকোঠা থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়েছে।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা মৃত নাবালিকা। সূত্র মারফত জানা গিয়েছে, মেয়েটি তার গ্রামের পাশের গ্রামে পরিচালিকার কাজ করতে গিয়েছিলেন। মৃতার মা অভিযোগ করেন, সোমবার থেকে মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশে অভিযোগ জানানো হয়। বুধবার রাতে ওই বাড়ির মালিকের তরফ থেকে ফোন আসে যে তাকে মৃত অবস্থায় চিলেকোঠার ঘর থেকে পাওয়া গিয়েছে।

   

মৃতার পরিবারের তরফ থেকে তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই বাড়ির মালিককে, মালিকের স্ত্রী এবং তার ছেলেকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির গলায় ফাঁস দিয়ে তাকে তিনদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। কেতুগ্রাম থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে মৃত মেয়েটি চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাই পেটের দায়ে তাকে কাজের জন্য ওই বাড়িতে যেতে হতো। এর আগেও মেয়েটির সঙ্গে ওই বাড়ির লোকেরা বাজে ব্যবহার করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই বাড়ির ছেলেটিও ওই মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে জানা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন