শ্বশুরবাড়ির সমস্যা সমাধান হল না আর! পথেই ভয়ঙ্কর পরিণতি বুলারানি এবং পঞ্চায়েত সদস্যের

raiganj

মেয়ের বাড়ির সমস্যা মেটানো হল না আর। পথেই ভয়ঙ্কর পরিণতি হল বুলারাণী এবং পঞ্চায়েত সদস্যসহ বাকিদের। রায়গঞ্জে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। গুরুতর জখম হয়েছে ১। চিকিৎসাধীন মোট ৮ জন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায়।

পুলিশ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা বুলারানি সরকাররের মেয়ের বিয়ে হয় দক্ষিণ দিনাজপুরে। কিন্তু মেয়ের শশুর বাড়িতে অহরহ অশান্তি লেগেই থাকত। বারবার অশান্তির মাত্রা বেড়ে যাওয়ার ফলে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন বুলারানি। রাতে সেই মতো পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

   

কিন্তু পথেই ঘটে বিপত্তি। ইটাহার থেকে ডালখোলাগামী একটি লরি এসে মুখোমুখি ধাক্কা দেয় বুলারানিদেবীদের গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় আরও ২ জনের। হাসপাতালে চিকিৎসা চলছে রাজকুমার-সহ ৮ জনের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন