Student death:২৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু ছাত্রীর, পিকনিক গার্ডেনে চাঞ্চল্য

sucide

রবিবার ভোর রাতে কলকাতার বহুতলে একটি রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহুতলের ২৫তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর। তবে কীভাবে সে ২৫ তলা থেকে পড়ে গেল এই নিয়ে দানা বেঁধেছে রহস্য। ১৯ বছরের ওই ছাত্রীর নাম তামান্না হীরাওয়াত।কসবা থানা এলাকার পিকনিক গার্ডেনের একটি বহুতলে থাকতেন তিনি। এইদিন ভোর রাতে বহুতল থেকে পড়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৩টে ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে পিকনিক গার্ডেনের নস্করহাট রোডের মেঘমনি অ্যাপার্টমেন্টে। আবাসনের বাসিন্দারা ওই ছাত্রীকে প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে নিয়ে যওয়া হলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই বহুতলে মেয়েটি তার ভাইয়ের সঙ্গে থাকত। তার বাবা দীপক হীরাওয়াত কর্মসূত্রে বিদেশে থাকে।

   

প্রাথমিক জিজ্ঞাসাবাস পর্বে পুলিশ জানতে পেরেছে মেয়েটি সাম্প্রতিক সিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সে নাকি এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। বেশ কয়েকবার হাত কেটে আত্মহত্যা করতে গিয়েছিল। তাই সেইদিন থেকে আত্নহত্যার মোটিভ জোরালো হলেও পুলিশ সব দিক খুঁটিয়ে দেখছে বলে জানা গিয়েছে। অত রাতে সে কীভাবে ওই বহুতল থেকে পড়ে গেল নাকি কেউ ধাক্কা মারল, সেই দিকটাও রয়েছে পুলিশের নজরে। মেয়েটির ফোন থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন