KK: গ্র্যান্ড হোটেলে গেল ফরেনসিক টিম, তদন্ত শুরু পুলিশের

সঙ্গীত শিল্পী কেকে’র (KK) মৃত্যু নিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। মঙ্গলবার রাতে নজরুল মঞ্চ থেকে অনুষ্ঠান শেষে গ্র্যান্ড হোটেলে ফেরেন কেকে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পরেন এই সঙ্গীত শিল্পী। এদিকে বলিউড গায়ক কেকে-র মৃত্যুতে কলকাতা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার পরে, যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা বুধবার ওবেরয় গ্র্যান্ডে পৌঁছায়।

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন কেকে। তার পারফরম্যান্সের পরে, তিনি যে হোটেলে অসুস্থ হয়ে পড়েছিলেন সেখানে পৌঁছান এবং তাকে কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

পুলিশ সূত্রে খবর, হোটেল কর্মীদের সঙ্গেও কথা হয়েছে পুলিশের। খতিয়ে দেখা দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এদিকে হোটেলে গেল ৮ সদস্যের ফরেনসিক টিম। 

Advertisements
Advertisements