HomeWest BengalKolkata Cityমিয়ানমারের ওপর তৈরি ঘূর্ণাবর্ত, কলকাতা সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

মিয়ানমারের ওপর তৈরি ঘূর্ণাবর্ত, কলকাতা সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

নিম্নচাপের প্রকোপ কাটতে না কাটতে ফের একবার ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। যার ফলে নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মিয়ানমারের উপর দিয়ে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসবে। যার ফলে আজ শুক্রবার ও শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall) ঘটাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ১৩ সেপ্টেম্বর কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। মৌসম ভবন জানাচ্ছে, “একটি ঘূর্ণাবর্ত মিয়ানমারের মধ্যাঞ্চলে অবস্থিত, যা মধ্য-ট্রপোস্ফেরিক স্তর পর্যন্ত প্রসারিত। এটি আগামী দুই দিনের মধ্যে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।”

   

আবহাওয়াবিদদের আশঙ্কা, এই সিস্টেমের জেরে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, কলকাতায়। আজ এই জেলাগুলির উদ্দেশ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে আজ শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বজ্রবিদ্যুৎ সহ কখনও বিক্ষিপ্ত তো আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

এদিকে ঘূর্ণাবর্তের কারণে উত্তাল থাকবে সমুদ্র। সেইসঙ্গে ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে এই হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৫৫ কিমি বেগেও হতে পারে। আজ ১৩ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। এই দুই দিন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular