HomeWest BengalKolkata Cityshootout:ভোটের মুখে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী, ভরদুপুরে শ্যুটআউটে চাঞ্চল্য এলাকায়

shootout:ভোটের মুখে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী, ভরদুপুরে শ্যুটআউটে চাঞ্চল্য এলাকায়

- Advertisement -

ভোটের মুখে আবার শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের কুলটিতে। সোমবার দুপুরে এক ব্যবসায়ীকে তাঁর অফিসে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দিল এক আততায়ী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উমা শঙ্কর চৌহান। তিনি একটি মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিক। সোমবার দুপুরে আচমকা এক দুষ্কৃতি তাঁর অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ওই অফিসের কর্মীদের থেকে জানা গিয়েছে উমা শঙ্কর আগেরদিন চেন্নাই থেকে ফিরেছেন।

   

আপাতত এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এই খুনের পিছনে কি লুকিয়ে রয়েছে পুরোনো শত্রুতা নাকি অন্যকিছু? রাজনৈতিক কোনও কারণ আছে তাও খুঁতিয়ে দেখছে পুলিশ। কর্মীরা জানিয়ছেন, উমাশঙ্কর সোমবার সকালে অফিসে আসার পর কর্মীদের সঙ্গে কথা বলেন। এমন সময় হঠাৎ মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে তাঁকে ঝাঁঝরা করে দেয়।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular