Harresment: এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন বিএসএফ জওয়ানের! ভোটের আগে চাঞ্চল্য উলুবেড়িয়ায়

CRPF, jawan,Poonch , Rajouri , militant attacks, Jammu

ভোটের মুখে বিশ্রী কাণ্ড ঘটাল এক বিএসএফ জওয়ান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে রবিবার সকালে ফাঁকা রাস্তায় এক মহিলাকে জড়িয়ে ধরে চুমু খান এক বিএসএফ জওয়ান।শুধু তাই নয় তাঁকে অশালীন ইঙ্গিতও করেন তিনি। প্রসঙ্গত আগামী সোমবার লোকসভা ভোটের নির্বাচন রয়েছে উলুবেড়িয়ায়! তার আগের দিন সকালে এমন কাণ্ডে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে।

Advertisements

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় রাস্তা প্রায় ফাঁকা ছিল। সেই সময় উর্দিধারী অভিযুক্ত বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। কুপ্রস্তাবও দেন। প্রতিবাদ করেন ওই মহিলা। এই সময়েই আচমকা ওই মহিলাকে জড়িয়ে ধরেন ওই বিএসএফ জওয়ান। ছুটে পালাতে গেলে তাঁকে জোর করে ধরে চুমুও খেয়ে নেন বলে অভিযোগ। তারপরে তিনি ভয়ে চিৎকার শুরু করেন বলে অভিযোগ। সেই চিৎকার শুনেই কিছু লোকজন ছুটে এসে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলে।

   
Advertisements

এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই ওই জওয়ানকে ধরে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে ওই জওয়ান কী ভোটের কাজে উলুবেড়িয়াতে এসেছিলেন কিনা তা এখনও জানা যায়নি।