HomeWest BengalKolkata Cityরাস্তায় প্রেমিকের যৌনাঙ্গে আঘাত করল প্রেমিকা এবং তাঁর মা! হুগলীতে চাঞ্চল্য

রাস্তায় প্রেমিকের যৌনাঙ্গে আঘাত করল প্রেমিকা এবং তাঁর মা! হুগলীতে চাঞ্চল্য

- Advertisement -

রাস্তার মধ্যে প্রেমিককে বেধড়ক মারল প্রেমিকা এবং তাঁর মা। সম্পর্ক থেকে অব্যাহতি চেয়েছিলেন প্রেমিকা কিন্তু মানতে নারাজ ছিল প্রেমিক। সেই নাছোড়বান্দা প্রেমিককে উচিত শিক্ষা দিল প্রেমিকা এবং তাঁর মা। রাস্তায় মধ্যে প্রেমিককে ডেকে উত্তম মধ্যম োলাই দিল। শুধু তাই নয়, প্রেমিকের যৌনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ভর সন্ধেয় হুগলির উত্তরপাড়ায় কাঁঠাল বাগান বাজারে এলাকায় এক যুবককে বেধড়ক মারধর করতে দেখেন স্থানীয়রা। সন্ধেবেলা রাস্তা ধরে এক যুবককে ছুটতে ছুটতে আসতে দেখেন তারা। পিছনে একটি বাইক আসছিল। দুই মহিলা-সহ তিনজন ছিলেন তাতে। যুবকটি ছুটতে ছুটতে থেমে যায়। এর পর বাইক থেকে তিনজন নেমে মারধর করতে শুরু করে। দুই মহিলা যুবকের গোপনাঙ্গে আঘাত করে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

   

এর পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যুবককে উদ্ধার করা হয়। এরপরই যদিও ওই যুবকের দাবি তাঁকে সম্পর্ক ঠিক করে নেওয়ার টোপ দিয়ে ডেকে মারধর করা হয়। অন্যদিকে ওই অভিযুক্ত মহিলা দাবি করছেন ওই যুবকটি তাঁদেরকে উত্যক্ত করছিল। স্থানীয়রা জানিয়েছেন, দেড় বছর ধরে ছেলেটির সঙ্গে যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই যুবতী।তবে মারধরের কথা স্বীকার করেছেন যুবতী এবং তাঁর মা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular