Bowbazar :খাস কলকাতায় পাথর দিয়ে থেঁতলে খুন, চাঞ্চল্য বৌবাজারে

খাস কলকাতায় পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনা ঘটল। মঙ্গলবার গভীর রাতে এক ফুটপাতবাসী যুবককে পাথর দিয়ে খুন করার অভিযোগ উঠল বৌবাজারে। মৃতের নাম সঞ্জয় মল্লিক।…

DEATH

খাস কলকাতায় পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনা ঘটল। মঙ্গলবার গভীর রাতে এক ফুটপাতবাসী যুবককে পাথর দিয়ে খুন করার অভিযোগ উঠল বৌবাজারে। মৃতের নাম সঞ্জয় মল্লিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে আততায়ীরা এসে পাথর দিয়ে থেঁতলে খুন করে ফুটপাতে শুয়ে থাকা সঞ্জয় মল্লিককে।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১টা ৪০ নাগাদ যখন সঞ্জয় মল্লিক বৌবাজারের ব্যাঙ্ক অফ বরোদার সামনের ফুটপাথে শুয়ে ঘুমোচ্ছিলেন। তখনই তাঁর উপর হামলা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর বয়স বছর ছাব্বিশ। তবে এই খুনের কারণ তাঁদের অজানা।

Advertisements

তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরে এই খুন করা হয়েছে। ঘটনায় সুমিতকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যরাতে আততায়ীরা ভাড়া করা গাড়িতে চেপে আসে এবং কংক্রিটের ব্লক তুলে আছড়ে ফেলা হয় সঞ্জয়ের উপর। সঞ্জয়কে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁদের দাবি এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে।