Kolkata: ঘুম ভাঙার পর কলকাতায় বোমাতঙ্ক

Kolkata police

সপ্তাহান্তের ছুটির দিন বোমাতঙ্ক। কলকাতার (Kolkata) হরিদেবপুরে একটি ভ্যাটে প্লাস্টিক মোড়া বস্তু দেখে বোমাতঙ্ক ছড়ায়। তদন্তে নেমেছে হকিদেবপুর থানার পুলিশ। সাফাই কর্মীদের নজরে আসে একটি বস্তুর মধ্যে তার জড়ানো সঙ্গে ব্যাটারি। তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিদেবপুর থানার পুলিশকে। এর সঙ্গেই খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে। গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

চলতি মাসেই হরিদেবপুর থানা এলাকার ঢালি পাড়ায় পাওয়া গেছিল তাজা বোমা। ঢালিপাড়ার ঝিল পার থেকে উদ্ধার করা হয়েছিল সেই বোমা। এরপর ফের এলাকায় বোমাতঙ্ক। বারবার কেন হরিদেবপুর? বোমাতঙ্কের পর উঠছে প্রশ্ন।

   

সকালে সাফাইকর্মীরা ভ্যাটের মধ্যে একটি বস্তু দেখতে পান যার সঙ্গে একটি কমলা, সাদা এবং সবুজ তার জড়ানো। সঙ্গে রয়েছে একটি ব্যাটারি। যা দেখে সবার মধ্যে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। এরপর ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় হরিপুর থানায়। পুলিশ এসে গোটা ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপর একটি বালতির মধ্যে বস্তুটি ডুবিয়ে রাখে। সেই সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। আশেপাশের মানুষদের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।

গোটা এলাকা জুড়ে ঘন জনবসতি। তার মধ্যে এই বোমার আতঙ্কে সাধারণ মানুষ। এর আগেও গোটা বাংলা জুড়ে বহু জায়গায় বোমা ফেটে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে সদ্য বোমাতঙ্ক নজরে এসেছিল দত্তপুকুর এলাকায়। যেখানে মৃত্যু হয় অনেকের। তার পরেই এই কলকাতায় বোমা। বোম স্কোয়াড এসে গোটা ঘটনাস্থলটি খতিয়ে দেখবে এবং বস্তুটি বোমা হলে তা নিষ্ক্রিয় করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন