HomeWest BengalKolkata CityLoksabah election 2024:খোদ কলকাতায় বিজেপি মহিলাকে কর্মীকে কোপানোর অভিযোগ

Loksabah election 2024:খোদ কলকাতায় বিজেপি মহিলাকে কর্মীকে কোপানোর অভিযোগ

- Advertisement -

বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যানার ফেস্টুন লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অতর্কিতে হামলার অভিযোগ করা হয়েছে। খোদ কলকাতার আনন্দপুরের এই ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও তৃণমূল পাল্টা অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিজেপির তরফে নির্বাচনী প্রচারের জন্য পোস্টার, ফ্লেক্স লাগানোর সময় কয়েকজন তৃণমূল কর্মী বাইকে চেপে আসেন এবং একটি বস্তা থেকে লাঠি এবং কিছু ধারালো অস্ত্র বের করে তাঁদের দিকে তেড়ে যায়। এই মুহূর্তে বিজেপির মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার বাকি বিজেপি কর্মীদের বাঁচাতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। তাঁর মাথায় আঘাত করা হয়েছে অভিযোগ।

   

সূত্র মারফত জানা গিয়েছে তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে। আহত বিজেপি নেত্রীর তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপির তরফে অভিযোগ যে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। আবার অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর এলাকায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular