Covid-19: বাড়ছে উদ্বেগ! রাজ্যে আরও ৪ জন কোভিড পজিটিভ

Covid: New Variant JN.1 Spreads in India — How Dangerous Is It? Here's What Experts Say
Covid: New Variant JN.1 Spreads in India — How Dangerous Is It? Here's What Experts Say

রাজ্যে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বছর শেষে আরও ৪ জন কোভিড পজিটিভ হওয়ার খবর মিলেছে। এই ৪ জনের মধ্যে ৩ জন মহিলা এবং ১ জন পুরুষ। ৩ জন ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি-তে। একজন করোনা পজিটিভ রোগীকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ফলে বাড়ল কোভিড আতঙ্ক।

করোনা ভাইরাসের নতুন প্রজাতি JN.1 দেশে হানা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই প্রজাতি সংক্রামক হলেও গুরুতর নয়।

   

জানা যাচ্ছে উল্টোডাঙার বাসিন্দা বছর পঞ্চাশের এক মহিলা সল্টলেকের বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করতে যান। তখনই কোভিড ধরা পড়ে। এরপরই তাকে সেখান থেকে নিয়ে গিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। অপর দিকে বেলেঘাটা আইডিতে ম্যালেরিয়ায় চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। তার নিউমোনিয়া ধরা পড়লে কোভিড টেস্ট করা হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে বারাসতের বাসিন্দা বছর পঞ্চান্নর এক ব্যক্তি বারাসতের বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে জ্বর সর্দির উপসর্গ নিয়ে দেখাতে যান। সেখানে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে। জানা গিয়েছে যে এই ব্যক্তি নিউ জার্সি থেকে ১০ দিন আগে দেশে ফিরেছিলেন।

অপরদিকে, জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে মধ্যবয়সী এক মহিলা এস‌এসকেএমে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় কোভিড পজিটিভ আসে কলকাতার এই মহিলার।

জানা যাচ্ছে, প্রত্যেকের জিনোম সিকোয়েন্স করা হবে। এই পর্যন্ত এই মরসুমে কলকাতায় কোভিড পজিটিভ মোট ১৮ জন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন