Border Alert: ভারত সীমান্তে পুলিশের গাড়িতে হামলা, বিস্ফোরণে জখম রক্ষীরা

পুলিশ কমান্ডো ও হামলাকারীদের মধ্যে দফায় দফায় গুলিবিনিময় চলছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলেছে গুলির বৃষ্টি। হয়েছে বিস্ফোরণ। একেবারে সীমান্ত লাগোয়া এলাকায় এমন হামলার পিছনে…

Manipur

পুলিশ কমান্ডো ও হামলাকারীদের মধ্যে দফায় দফায় গুলিবিনিময় চলছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলেছে গুলির বৃষ্টি। হয়েছে বিস্ফোরণ। একেবারে সীমান্ত লাগোয়া এলাকায় এমন হামলার পিছনে কোনও জঙ্গি গোষ্ঠী নাকি মাদক চোরাকারবারিদের দল তা স্পষ্ট নয়। হামলাকারীদের সাথে লাগাতার গুলির লড়াই চলেছে।

PTI জানাচ্ছে শনিবার মণিপুরের মোরেতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলা হয়। পুলিশ কমান্ডোরা বিকেল 3:50 টার দিকে ব্যাপক হামলার মুখে পড়ে। মায়ানমারের খুব কাছে “ইম্ফল-মোরে সড়কের এম চাহনউ গ্রাম পার হওয়ার সময় কনভয়ে হামলা হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে বন্দুকধারীরা পুলিশ কমান্ডোদের বহনকারী গাড়িগুলিকে লক্ষ্য করে যখন আহত পুলিশ সদস্য অসম রাইফেলস ক্যাম্পে চিকিৎসাধীন। গত মাসের শুরুর দিকে, মণিপুরের কাংপোকপি জেলায় এমনই হামলায় একজন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) জওয়ান এবং একজন ব্যক্তি নিহত হন।

উল্লেখযোগ্যভাবে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর গত 3 মে থেকে জাতিগত হিংসতাার কবলে রয়েছে। এ রাজ্যে মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি কুকি সম্প্রদায়ের সংঘর্ষে শতাধিক নিহত হয়। সংঘর্ষ থামলেও যে কোনও সময় বিজেপি শাসিত রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ও রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে এমনই আশঙ্কা।