কসবা গণধর্ষণ কাণ্ডের পুননির্মাণ করতে কলেজে আনা হল ৩ অভিযুক্তকে

Kolkata College Gang Rape

শুক্রবার সকালে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের (Kasba Law College Case) পুননির্মাণ করতে আনা হল মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকেই। পাশাপাশি ঘটনার দিন ডিউটিরত নিরাপত্তারক্ষীকেও আনা হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োও করছে পুলিশ। ২৫ জুন রাতে ঠিক কী ঘটেছিল, সেই বিষয়েই খতিয়ে জানার চেষ্টা করছে পুলিশ। এই তল্লাশির পর নতুন কোনো তথ্য সামনে আসছে কি না, সেই দিকেও নজর রাখা হয়েছে। কলেজে উপস্থিত রয়েছেন গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাও। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলেজে।

Advertisements

এদিন সকালে কসবার ল কলেজে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার দিন নির্যাতিতার সাথে কী কী ঘটেছিল সেই সমস্ত খুঁটি-নাটি তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

   

জানা যাচ্ছে, ঘটনার সময় উপস্থিত নিরাপত্তারক্ষী, এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী যার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, সেই নিরাপত্তারক্ষীর আজ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

Advertisements

উল্লেখ্য, প্রতিটি অপরাধের ক্ষেত্রেই অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে আসা হয়। পুনর্নিমাণ করা হয় ঘটনার। সেই অনুযায়ী, কসবা কলেজের ওই নির্যাতিতাকেও কলেজে আনা হয়েছিল। নির্যাতিতা প্রতিটি জায়গা দেখিয়েছিলেন তদন্তকারীদের, যেখানে অভিযুক্তরা তার উপরে পাশবিক অত্যাচার করেছিল। পরপর কী ঘটনা ঘটেছিল, সব বর্ণনা করেন নির্যাতিতা। এবার অভিযুক্তদেরও আনা হল কলেজে। ভিডিয়োগ্রাফিও করা হচ্ছে প্রতিটি মুহূর্তের।