Gardenreach:গার্ডেনরিচকাণ্ডে মৃত বেড়ে ১২,  আশঙ্কাজনক আরও ৩

gardenreach

গার্ডেনরিচকাণ্ডে মৃত বেড়ে ১২। বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগের ভাঁজ প্রশাসনের কপালে। বহুতল বিপর্যয়ের ঘটনায় এমনিতেই মুখ পুড়েছে রাজ্য সরকারের, তার উপরে দিনের পর দিন মৃতের সংখ্যায় বাড়তে থাকায় ঘরে বাইরে চাপের মুখে ঘাসফুল শিবির।

এই মুহূর্তে আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সকলে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। এছাড়াও আরও সাত জন শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। রবিবারও বহুতল বিপর্যয়ের ঘটনায় উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে ওই ধ্বংস্তূপের মধ্যে কারুর আটকে থাকার সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।

   

শনিবারই মেয়রের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে যাঁরা আগামী সাত দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট দেবে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁরা জরুরী সামগ্ৰী সংগ্রহ করে ফরেন্সিকে পাঠিয়েছে।

তবে এই ঘটনায় বিরোধী দলগুলো মেয়র তথা তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। অপরদিকে মেয়র বারবার এই ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই ঘটনাকে ‘সামাজিক ব্যাধি’বলে উল্লেখ করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন