লোকসভা ভোটের মুখে বড় সাফল্য, গাড়ি থেকে ৩ কোটি টাকা উদ্ধার করল পুলিশ

লোকসভা ভোটের আগে ফের একবার দেশে কয়েক কোটি টাকা উদ্ধার হল। হাওয়ালার মাধ্যমে আনা ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। লোকসভা ভোটের আগে এটা পুলিশের…

money 3 লোকসভা ভোটের মুখে বড় সাফল্য, গাড়ি থেকে ৩ কোটি টাকা উদ্ধার করল পুলিশ

লোকসভা ভোটের আগে ফের একবার দেশে কয়েক কোটি টাকা উদ্ধার হল। হাওয়ালার মাধ্যমে আনা ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। লোকসভা ভোটের আগে এটা পুলিশের বড় সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। টাকাটি শাহদারার এক ব্যবসায়ীর ছিল। শনিবার খবর আসে, গুরুগ্রাম থেকে হাওয়ালার টাকা বোঝাই দুটি স্কুটি শাহদারায় নিয়ে যাওয়া হবে।

দিল্লি ক্যান্ট থানা এলাকার সুব্রত পার্ক এলাকায় গাড়ির তল্লাশি শুরু করে পুলিশ। তখন গুরুগ্রাম থেকে দু’জন স্কুটি আরোহীকে আসতে দেখা যায়। পুলিশ থামিয়ে তল্লাশি করলে দেখা যায়, দুটি বড় ব্যাগে ৩ কোটি টাকা রয়েছে। দুটি কালো ব্যাগ সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ শোমিন, জিশান, দানিশ ও সন্তোষ। তদন্তে নেমে উপরোক্ত ব্যক্তিরা উদ্ধার হওয়া টাকাকে মহম্মদ নামে এক ব্যক্তির হাওয়ালা টাকা বলে অভিহিত করেছে।

   

জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ওই টাকা শাহদারার স্ক্র্যাপ ব্যবসায়ী মহম্মদ ওয়াকিল মালিকের। এরপরই চারজনকে গ্রেফতার করে পুলিশ।