কলকাতা: হালকা শীতের পরশে ঘুম ভাঙল শহরবাসীর৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েক দিন উধাও হয়েছিল শীতের আমেজ৷ একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে৷ পাল্লা দিয়ে বেড়েছিল দিন ও রাতের তাপমাত্রা৷ তবে ফের মনোরম হচ্ছে আবহাওয়া৷ গোটা সপ্তাহ জুড়ে ফুরেফুরে শীত অনুভূত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পড়বে জাঁকিয়ে শীত৷ কনকনে ঠাণ্ডা কামর বসাবে জেলায় জেলায়৷ (kolkata winter weather forecast)
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত? kolkata winter weather forecast
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ফের মনোরম আবহাওয়া ফিরেছে শহরে৷ হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ রাতের তাপমাত্রা নামবে ১৯ ডিগ্রি সেলসিয়াসে৷ আগামী পাঁচদিন আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই৷ সপ্তাহান্ত থেকে নামতে শুরু করবে পারদ৷ শীতের ধুন্ধুমার স্পেলের অপেক্ষায় এখন রাজ্যবাসী৷
কবে থেকে শীত kolkata winter
কলকাতায় তীব্র শীত অনুভূত না হলেও, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়ে যাবে শীতের দাপট৷ এদিকে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আকাশের মুখ ভার৷ নীল আকাশের দেখা মেলেনি৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
কোন কোন জেলায় কুয়াশা
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলের সকাল থাকবে কুয়াশাচ্ছন্ন৷ কুয়াশায় ঢাকা পড়বে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম৷ হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত রাজ্য থেকে বিদায় নিয়েছে বৃষ্টি৷ এখন শুধুই জাঁকিয়ে শীত আসার অপেক্ষা৷
West Bengal: Kolkata wakes up to a mild winter chill post-cyclone. Temperatures are stabilizing with no rain expected in South Bengal. Alipur Met Office predicts colder weather by late December, with steady drops in temperature. Northern districts to feel the chill.