ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বঙ্গে শুরু শীতের স্পেল, জাঁকিয়ে শীত কবে?

winter returns to west bengal
winter returns to west bengal

কলকাতা: হালকা শীতের পরশে ঘুম ভাঙল শহরবাসীর৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েক দিন উধাও হয়েছিল শীতের আমেজ৷ একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে৷ পাল্লা দিয়ে বেড়েছিল দিন ও রাতের তাপমাত্রা৷ তবে ফের মনোরম হচ্ছে আবহাওয়া৷ গোটা সপ্তাহ জুড়ে ফুরেফুরে শীত অনুভূত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পড়বে জাঁকিয়ে শীত৷ কনকনে ঠাণ্ডা কামর বসাবে জেলায় জেলায়৷  (kolkata winter weather forecast)

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত? kolkata winter weather forecast 

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ফের মনোরম আবহাওয়া ফিরেছে শহরে৷ হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ রাতের তাপমাত্রা নামবে ১৯ ডিগ্রি সেলসিয়াসে৷ আগামী পাঁচদিন আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই৷ সপ্তাহান্ত থেকে নামতে শুরু করবে পারদ৷ শীতের ধুন্ধুমার স্পেলের অপেক্ষায় এখন রাজ্যবাসী৷ 

   

কবে থেকে শীত kolkata winter

কলকাতায় তীব্র শীত অনুভূত না হলেও, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়ে যাবে শীতের দাপট৷ এদিকে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আকাশের মুখ ভার৷ নীল আকাশের দেখা মেলেনি৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ 

কোন কোন জেলায় কুয়াশা 

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলের সকাল থাকবে কুয়াশাচ্ছন্ন৷ কুয়াশায় ঢাকা পড়বে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম৷ হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত রাজ্য থেকে বিদায় নিয়েছে বৃষ্টি৷ এখন শুধুই জাঁকিয়ে শীত আসার অপেক্ষা৷ 

 

West Bengal: Kolkata wakes up to a mild winter chill post-cyclone. Temperatures are stabilizing with no rain expected in South Bengal. Alipur Met Office predicts colder weather by late December, with steady drops in temperature. Northern districts to feel the chill.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন