শুক্রবার পর্যন্ত জারি সতর্কতা! কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা?

কলকাতা: গরমে হাঁসফাঁস করছিল রাজ্য। অবশেষে বৃষ্টির ছোঁয়ায় খানিকটা স্বস্তি পেল শহরবাসী। টানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে শুরু করেছে কলকাতায়। তবে এখানেই শেষ নয়—আবহাওয়া…

Kolkata weather update

কলকাতা: গরমে হাঁসফাঁস করছিল রাজ্য। অবশেষে বৃষ্টির ছোঁয়ায় খানিকটা স্বস্তি পেল শহরবাসী। টানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে শুরু করেছে কলকাতায়। তবে এখানেই শেষ নয়—আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির এমন রূপ আগামী কয়েক দিন বজায় থাকতেই চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা, দুপুর গড়াতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে। গরমের তীব্রতা অনেকটা কমলেও, বাড়ছে নতুন চিন্তা—বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

   

বৃষ্টির নেপথ্যে একাধিক আবহাওয়াগত কারণ

বর্তমানে হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর বাংলাদেশের উপর। সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, অসম, উত্তরপ্রদেশ ও হরিয়ানার উপর ঘূর্ণাবর্তের সক্রিয়তা।

এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এই সব মিলিয়ে রাজ্যের আকাশে তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিবেশ।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা Kolkata weather update

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আকাশেও জমছে মেঘ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বজ্র-সহ বৃষ্টিপাত। পাহাড়ি অঞ্চলগুলোতে ধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisements

আরও নামবে তাপমাত্রা

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। এই আবহাওয়াগত পরিবর্তনে সাময়িক স্বস্তি মিললেও, বজ্রপাত ও জলাবদ্ধতার আশঙ্কায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সতর্কতা জারি

বৃষ্টির সময় বজ্রপাত এড়াতে খোলা মাঠ বা গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জল জমে সমস্যা তৈরি হতে পারে, বিপর্যস্ত হতে পারে বিদ্যুৎ পরিষেবা। তাই প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

West Bengal: Kolkata gets respite from scorching heat with welcome rains. Temperature drops, and the weather department forecasts more rain in the coming days for South Bengal. Stay updated on the Kolkata weather!