দক্ষিণ কলকাতার স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তারই চার বন্ধু

Woman gang-raped in ambulance
Police Officer Daughter Assault

কলকাতা: দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত শহর। অভিযুক্ত—তারই চার ‘বন্ধু’। রবীন্দ্র সরোবর থানার তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিন জন। চতুর্থ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

বন্ধুত্বের ছলে ফাঁদ

ঘটনাটি ঘটেছিল গত ডিসেম্বর মাসে, তবে সামনে আসে চার মাস পর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীকে বন্ধুত্বের ছলে বাইরে খাওয়ানোর কথা বলে ডেকে পাঠানো হয়। পরে গোলপার্কের কাছে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা  হয়। ঘটনায় অভিযুক্ত চারজনই ছিল ওই ছাত্রীর পূর্বপরিচিত।

   

ঘটনার পর ভয়ে এবং মানসিক চাপে কাউকে কিছু জানাতে পারেনি মেয়েটি। ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হতে থাকে। সম্প্রতি বিদেশ থেকে তার বাবা ফিরে আসার পর মেয়ের আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন। মেয়েটি তখনই ঘটনার বিস্তারিত জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

কঠোর ধারায় মামলা, আদালতে তোলা হয় অভিযুক্তদের kolkata school girl molested

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো আইনের একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে—যৌন নির্যাতন ও গণধর্ষণের অভিযোগ, হুমকি দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। রবিবার ধৃত তিন অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তদন্তে নজর পুলিশের, আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে

পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় শুধুমাত্র চারজন জড়িত, নাকি এর পেছনে আরও কেউ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় গেস্ট হাউসে অন্য কেউ উপস্থিত ছিল কি না, বা কোনও ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ছিল কি না, সেসব দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা।

সম্প্রতি ফের পকসো মামলায় আলোচনায় শহর

এই ঘটনা আবারও শহরে নাবালিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ প্রতিরোধে কার্যকর আইন থাকা সত্ত্বেও, বন্ধুত্বের মুখোশে লুকিয়ে থাকা বিপদের আঁচ ফের একবার স্পষ্ট করে দিল এই ঘটনা।

West Bengal: Outrage in Kolkata over alleged gang rape of schoolgirl by four friends in South Kolkata. Three arrested, fourth sought. Incident occurred in December, revealed recently. Guest house involved.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন